Department of Business Administration

News Details

উচ্চশিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আবু ইউসুফ মো. আবদুল্লাহ

চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, নর্দান ইউনিভার্সিটি

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গড় বয়স ১৫ থেকে ১৬ বছরের বেশি নয়। এই স্বল্প সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশের অর্থনীতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে।

অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পিএইচডি দিয়ে যাচ্ছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার পরও পিএইচডি দিতে পারছি না। এটি কোনোভাবেই মানা যায় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমার একজন সহকর্মী আছেন, যিনি ২০ বছর আগে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এখন তিনি সে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন আছে?

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান এখন বিতর্কের ঊর্ধ্বে। মার্কেট ইকোনমিতে হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি, প্রিন্সটন, কিংবা কেমব্রিজের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশই বেসরকারি খাতের আওতাধীন।

আলোচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মান, দক্ষতাভিত্তিক শিক্ষা, কোলাবরেশন, ইন্ডাস্ট্রির সঙ্গে লিংকআপ করার পরামর্শ এসেছে। অংশীদারত্বের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। ২০২০ বা ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট ৯২০ থেকে ৯২২ কোটি টাকা ছিল। এই বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি টাকা। আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালে গবেষণায় বরাদ্দ ছিল ৫০ কোটি টাকা। বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এতে কোনো সন্দেহ নেই। সরকারকে বলব আমাদের প্রতি একটু সদয় হতে।

Accreditation And Collaboration